Year-20 # Issue-14 # 19 May 2013



রাসিক নির্বাচন
জামায়াত প্রার্থী নিয়ে বিপাকে বিএনপি
রাজশাহী প্রতিনিধি
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতকে নিয়ে বিপাকে বিএনপি। মেয়র পদে মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি কারাবন্দি ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের প্রার্থী হওয়ার সদ্ধিানে্ত অনড় জামায়াত। নিয়ে বিএনপি একাধিকবার বৈঠকের চষ্টো করলেও জামায়াত রাজি হচ্ছে না। তবে বিএনপির পক্ষ থেকে জোর তদবির চালানো হচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াতের মধ্যে জটিলতা কাটেনি। বিএনপির পক্ষ থেকে কয়েকবার সমঝোতার চষ্টো করলেও জামায়াত তাতে সাড়া দিচ্ছে না। জামায়াত নেতাদের ক্ষোভ, ১৮ দলীয় জোটে জামায়াত থাকলেও মহানগর বিএনপির শীর্ষ নেতারা বিগত দিনে রাজনৈতিক কর্মসূচিগুলো তাদের ছাড়াই পালন করেছে। পুলিশি ঝামেলা এড়াতে জামায়াতকে তাদের সাথে নেয়নি। এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বারবার জামায়াতের ভোট ব্যাংক ব্যবহার করে রাজশাহী সিটি মেয়র সংসদ সদস্য হয়েছেন। কিন্তু পরবর্তীতে তাদের আর মূল্যায়ন করেননি। আর কারণেই আসন্ন সিটি নির্বাচনে জামায়াত একক প্রার্থী দেয়ার সদ্ধিান্ত নিয়েছে। এবছর সাবেক মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিনু সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না। তার পরিবর্তে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুলকে সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে মেয়র প্রার্থী করা হয়েছে। তবে, মহানগর জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বিএনপি বুলবুলের জন্য প্রাচীর হয়ে দঁাড়িয়েছেন। কোনো কিছু দিয়েই তারা প্রাচীর সরাতে পারছেন না। একদিকে জামায়াত অনড় অন্যদিকে বিএনপি সমঝোতার চষ্টো অব্যাহত রেখেছে। এদিকে, বিএনপির একটি সূত্র জানিয়েছে, মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মিজানুর রহমান মিনু কিংবা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হলে জামায়াত তাদের সদ্ধিানে্ত অনড় থাকতো। তবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র প্রার্থী হওয়ার সদ্ধিান্ত নেয়ায় জামায়াত হয়তোবা ছাড় দিতে পারে। সূত্রটি আরো জানায়, এখনও জামায়াত তাদের সদ্ধিানে্ত অনড় রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে জটিলতা নিরসন হতে পারে। আর যদি জামায়াতকে ম্যানেজ করতে বিএনপি ব্যর্থ হয় তবে তাদের পরাজয় হতে পারে। ইতোমধ্যেই মহানগর বিএনপি নেতারা জামায়াতের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসার চষ্টো করছেন। তারা জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহারের চষ্টো করছেন। কারণেই বিএনপি সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম ঘোষণা করতে পারছে না। রাজশাহী মহানগর জামায়াতের শীর্ষ নেতা এমাজ উদ্দিন জানান, ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের মেয়র পদে নির্বাচনের সদ্ধিান্ত প্রত্যাহারের জন্য বিএনপির পক্ষ থেকে অনবরত যোগাযোগের চষ্টো করা হচ্ছে। তবে জামায়াত নেতৃবৃন্দ এখনও তাতে সাড়া দেয়নি। জামায়াত তাদের সদ্ধিানে্ত অনড় রয়েছে। উলে্লখ্য, তফশিল অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ভোটগ্রহণ করা হবে ১৫ জুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন