Year-19 # Issue-41 # 25 November 2012

দুদক চেয়ারম্যান অপপ্রচার শুরু করেছেন: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা অর্থ দুর্নীতি দমন কমিশন (দুদক) ফেরত এনেছে কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের এমন বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিকে বিভ্রান্ত করার জন্য দুদক চেয়ারম্যান হঠাত্ করে অপপ্রচার শুরু করেছেন। গত শনিবার নয়া পল্টনের হোটেল ভিক্টোরির হলরুমে দলের জেলা পর্যায়ের নেতাদের প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কথা বলেন। সরকার দুর্নীতিগ্রস্ত বিধায় মন্ত্রীরা এখনো সম্পদের হিসাব দেননি বলেও মন্তব্য করেন ফখরুল। সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, হলমার্ক, ডেসটিনি, পুঁজিবাজার থেকে সরকারের লোকজন লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। দেশের মানুষ আর বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই তাদের বলবো, ধানাই-পানাই বাদ দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। তিনি সরকারের উদ্দেশে কঁাদা ছোড়া ছুড়ি না করে নিজেদের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য . খন্দকার মোশাররফ হোসেন, . আব্দুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক . মাহবুবউল্লাহ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর . মুস্তাহিদুর রহমান। কর্মশালায় চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা (উত্তর-দক্ষিণ), রাজশাহী মহানগর, সিরাজগঞ্জ, বাগেরহাট, পাবনা, বরিশাল (দক্ষিণ), নেত্রকোনা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাক্ষণবাড়ীয়া, কুমিল্লা (দক্ষিণ), নোয়াখালী, খুলনা, ময়মনসিংহ(উত্তর)সহ ২১ জেলার ৭৯ জন প্রতিনিধি অংশ নেন। এতে মহিলা দলেরও ২৫ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপার্সনের উপদষ্টো আমীর খসরু মাহমুদ চেৌধুরী, রুহুল আলম চেৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবীর মুরাদ, কাজী আসাদুজ্জামান প্রমুখ।
শীত রাতে ভাসবে ঢাকা উচ্চাঙ্গসংগীতে
গোলাম রাব্বানী, বিভাগীয় প্রধান, বিনোদন‘এই বাংলাদেশ হচ্ছে উচ্চাঙ্গসংগীতের জন্মভূমি। আপনারা জানেন না এই ভাটি বাংলার লোক গান থেকেই উচ্চাঙ্গসংগীতের প্রাণ আসে। আমার গর্বে বুকটা ভরে যায় এ দেশে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করতে আসলে। এ বাংলা আমার পূর্ব পুরুষের ঠিকানা। আমি বার বার আসতে চাই এখানে। ঢাকায় বড় আকারের উচ্চাঙ্গসংগীতের আসর করছেন লিটু ভাই [আবুল খায়ের লিটু] আপনাদের দাওয়াত রইলো সেখানে’

সম্প্রতি ঢাকার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করতে এসে কথাগুলো বলেছিলেন পণ্ডি অজয় চক্রবর্তী। সঙ্গে নিয়ে এসেছিলেন তার মেয়ে কৌশিকী দেশিকানকে। সেদিন বাবা মেয়ের উচ্চাঙ্গসংগীতের আসর বিমোহিত করেছিল শ্রোতাদের।
আবার শ্রোতাদের সুরের মায়ায় ভাসতে ঢাকায় এসেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী ও তার মেয়ে কৌশিকী দেশিকান। চারদিনের সংগীত আসরে প্রথম দিন বাবার পরিবেশনা থাকবে। আর দ্বিতীয় দিন রয়েছে মেয়ের পরিবেশনা।

অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। দীর্ঘ প্রতিক্ষার পর পর্দা উঠতে যাচ্ছে চারদিনের উচ্চাঙ্গসংগীত উৎসবের। এ উপমহাদেশের উচ্চাঙ্গসংগীতের ওস্তাদগন মিলিত হতে যাচ্ছেন এক মঞ্চে। নতুন এক রুপে সজ্জিত হয়েছে ঢাকার আর্মি স্টেডিয়াম।

এরই মধ্যে শিল্পীরা এসে জড়ো হচ্ছেন ঢাকায়, কেউ কেউ পথে রয়েছেন। আজ ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আনিসুজ্জামান। এতে বক্তব্য রাখবেন আইটিসি এসআর এর নির্বাহী পরিচালক রবি মাথুর ও বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।

উৎসবের প্রথম দিনটা উৎসর্গ করা হয়েছে ওয়াহিদুল হককে। আজ ২৯ নভেম্বরের আসরে সংগীত পরিবেশন করবেন ওস্তাদ আলী আহমেদ হুসাইন, ওমকার দাদারকার, ওস্তাদ শাহাদাৎ হোসাইন, ওয়াসিম আহমেদ খান, ওস্তাদ শাহিদ পারভেজ, পণ্ডিত অজয় চক্রবর্তী প্রমুখ।
সন্ধ্যা ৬টায় শুরু হয়ে সংগীত আসর চলবে রাত ৪টা ৩০ মিনিট পর্যন্ত। পুরো উৎসবটি উৎসর্গ করা হয়েছে এদেশের সংগীত সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।  উৎসবের প্রথম থেকে চতুর্থ দিনটি  উৎসর্গ করা হয়েছে ওস্তাদ বিলায়েৎ খাঁ, পণ্ডিত উদয় শঙ্কর, ওস্তাদ আলী আকবর খাঁ ও ওয়াহিদুল হককে।

এ উৎসব চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি এসআর আয়োজনে এ উৎসবে সংগীত পরিবেশন করতে আসছেন বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত রাজন ও সাজন মিশ্র, কৌশিকা দেশিকান, আলারমেল ভাল্লি প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন এ উচ্চাঙ্গসংগীত উৎসবে প্রায় ১০০জন সংগীত ও নৃত্যশিল্পী অংশগ্রহণ করবেন।

মা হতে ভক্তদের কাছ থেকে ছুটি নিলেন সাকিরা


অমিয় দত্ত ভৌমিক, ওয়েব এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এক মাস আগেও স্টেজ কাঁপিয়ে নেচে কনসার্ট করেছিলেন। তবে শাকিরা আপাতত আসন্ন মাতৃত্বের প্রস্তুতিতে ব্যস্ত। ৩৫ বছর বয়সি কলম্বিয়ান এই পপ তারকা এই সুখবরটি নিশ্চিত করেছেন নিজেই। তিনি তার ফেসবুকে লিখেছেন `I could have another 9 months like this!`

সন্তানের বাবা এবং বয়ফ্রেন্ড বার্সেলোনা তারকা জেরার্ড পিক। জেরার্ড শাকিরার চেয়ে ১০ বছরের ছোট। তাদের সম্পর্ক প্রায় দুই বছরের। শাকিরা গত বছর ফেইসবুক ও টুইটারে একটি ছবির ক্যাপশনে `I present to you my sunshine` লিখে জানিয়েছিলেন সেই সম্পর্কের কথা।

শাকিরা তার অভিজ্ঞতা এতটাই উপভোগ করছেন যে জানিয়েছেন, আরও ন’মাস অপেক্ষা করতেও রাজি।
সন্তানের বাবা এবং বয়ফ্রেন্ড, বার্সেলোনা তারকা জেরার্ড পিকের সঙ্গে এই ছবিটা নিজেই লাগিয়েছেন টুইটার আর ফেসবুকে। যেখানে তাঁর বিখ্যাত চিকন কোমরের বদলে সন্তানসম্ভবা মাতৃরূপ।
আর এটাও জানাতে ভোলেননি একটি ছেলেই আসছে তার ঘরে অতিথি হয়ে।

তিন মাস বিরতির পর হাসিন


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জেতেন রাজশাহীর মেয়ে হাসিন রওশন জাহান। নাটকে অভিনয়ের মাধ্যমেই তার মিডিয়ায় পথ চলা শুরু হয়। তাহের শিপনের পরিচালনায় টেলিছবি ‘আমাদের ছোট নদী’তে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর এক এক করে বেশ কিছু টিভি নাটক এবং বিজ্ঞাপন চিত্রে দেখা যায় তাকে।

অভিষেকেই হাসিন সুপার মডেল নোবেলের বিপরীতে অভিনয় করেন। এরপর একে একে ‘সখা হে’, ‘বাবুই পাখির বাসা’, ‘নরম রোদের ওম’, ‘নোম্যান্স ল্যান্ড’, ‘লাস্ট কটেজ’, ‘ব্যাচেলরস দ্য ফ্যামিলি’ সহ একাধিক একক নাটক ও ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি ।
Hasin
অল্প সময়ে বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কাজ করেন হাসিন। কিন্তু বিজয়ী হাসিন হুট করেই বিয়ের পিঁড়িতে বসে পড়েন চলতি বছর জুলাই মাসে। পারিবারিকভাবে বর মারুফুল ইসলাম ঝলকের সাথে হাসিনের বিয়ে হয় ৬ জুলাই। বিবাহোত্তর অনুষ্ঠান ও হানিমুনের কারণে মিডিয়া থেকে তিনমাস দূরে ছিলেন তিনি। তবে আবারও পুরোদমে কাজে ফিরছেন এ মডেল অভিনেত্রী।

হাসিন এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘পারিবারিকভাবে আমার বিয়ের আয়োজন করা হয়। তবে আমি খুশি। কারণ বিয়ের পর শ্বশুর বাড়ির সবাই মিডিয়াতে কাজের জন্য উৎসাহ দিয়ে আসছেন। এটা সত্যি আমার জন্য অনেকটা  সৌভাগ্যের। আমি আবার কাজ শুরু করেছি’

বর্তমানে বেশ কিছু নাটকের কাজ শেষ করেছেন তিনি। এরমধ্যে- আশফাকুর রহমান অভির ’হয়তো  তোমাকেই ভালোবাসি’, তোজোর ‘রোদেলা দিনের ছায়া’ এবং জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘দলছুট’ নামক নাটকগুলোর কাজ শেষ করেছেন তিনি।

ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল টিভিতে অভিনয় করার। নোবেল-মৌ এর মডেলিং তাকে ভীষণ টানত। মনে হত ‘একবার যদি তাদের মত ভালো মডেল হতে পারতাম’। তার এ স্বপ্ন আজ অনেকটা সত্যি। এ পর্যন্ত বেশ কিছু ভালো মানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন হাসিন।

প্রথম বিজ্ঞাপন ছিল অমিতাভ রেজার পরিচালনায় ‘নিহার ন্যাচারাল হেয়ার ওয়েল’। তারপর গাজী শুভ্রর  ‘মেরিল রিভাইভ ট্যালকম পাউডার’ এবং সর্বশেষ করেছেন ‘রুপ চাঁদা গুড়া মশলা’র বিজ্ঞাপন।

শুরুটা যেহেতু টপ মডেলের খেতাব জয়ের মধ্যে দিয়ে। তাই হাসিনের চাওয়া ক্যারিয়ারে বেশি গুরুত্ব পাবে বিজ্ঞাপনের কাজ। তিনি জানালেন, ‘আমার মূল লক্ষ্য এখন বিজ্ঞাপন। কারণ আমি যে ক্রাউনটা পরেছিলাম তা মডেলিংকে প্রমোট করে। তাই প্রথম বিজ্ঞাপনের স্থান তারপর নাটক।’

Hasinআর চলচ্চিত্রে? হাসিন বললেন, ‘ইচ্ছে আছে। তবে অবশ্যই নাসির উদ্দিন ইউসুফের ‘গেরিলা’ কিংবা মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিংগুলার নাম্বার’-এর মতো ভিন্ন ধারার চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে।’

সপ্তাহে দুই দিন পরিবারের জন্য রেখে বাকি পাঁচ দিন হাসিন শুধু কাজের জন্য রাখতে চান। আর বিয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন।

ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে হাসিনের জবাব, ‘আপাতত টানা কাজ করে যেতে চাই নাটকে। তবে প্রথম চয়েজ বিজ্ঞাপন, এরপর অবশ্যই খন্ড নাটক। সিরিয়ালে কাজ করার ইচ্ছে খুবই কম। তবে কাজের পাশাপাশি অবশ্যই আমার পরিবারকে সময় দিতে চাই।’