Year-19 # Issue-38 # 4 November 2012

সাবেক রাষ্ট্রদূত মাজেদার বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেসার বিরুদ্ধে দু'টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম গতকাল বুধবার রাজধানীর শাহবাগ থানায় দু'টি মামলা দায়ের করেন।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, দুটি মামলায় সাবেক রাষ্ট্রদূতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে লোক নিয়োগ স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক মাজেদা ২০১০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর চলতি বছরের জুনে তাকে ফিরিয়ে আনা হয়। এর আগে মালয়শিয়া, তুরস্ক, উজবেকিস্থানসহ বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে কূটনীতিক হিসবে দায়িত্ব পালন করেন মাজেদা। একটি মামলায় অভিযোগ, ম্যানিলা দূতাবাসের মালি ক্লিনারের বেতন, বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের খরচ দেখিয়ে এবং ভিসার জন্য কনসু্যলেট ফি হিসাবে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে মাজেদা লাখ ৪২ হাজার ৫৩২ টাকা আত্মসাত্ করেছেন।
অন্য মামলায় বলা হয়েছে, ফিলিপাইনের রাষ্ট্রদূত থাকাকালে মাজেদা বিধি ভঙ্গ করে নিজের স্বামী আবদুল মান্নান, মেয়ে নওমি মান্নান বোন মাকসুদা শফিউন নেসাকে দূতাবাসের সেক্রেটারি, লোকাল বেজড সেক্রেটারি পারসোনাল অফিসার পদে নিয়োগ দেন। এসব অভিযোগের বিষয়ে প্রায় ছয় মাস অনুসন্ধান চালিয়ে দুদকে প্রতিবেদন জমা দেন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম। তার প্রতিবেদনের ভিত্তিতে সাবেক রাষ্ট্রদূতের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয় দুদক।