Year-19 # Issue-46 # 30 December 2012


জামশেদের ব্যাটে উইকেটে জিতল পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
চেন্নাইতে প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ভারতের ছুড়ে দেয়া ২২৮ রানের লক্ষ্যে শুরুতে ভুবনেশ্বর কুমারের বোলিং তোপে পড়েছিল পাকিস্তান। তবে ইউনিস খানকে নিয়ে শতরানের জুটির পর অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নাসির জামশেদ। তার অপরাজিত সেঞ্চুরিতে ১১ বল বাকি থাকতেই উইকেটের সহজ জয় পায় সফরকারী দল। ব্যাটিং ক্রিজে ১৩২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে মাঠ ছাড়েন জামশেদ। এর আগে দলীয় ৪৭তম ওভারের দ্বিতীয় বলে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি, ৫টি চার ১টি ছয়ের মার রয়েছে তার ইনিংসে। অপর প্রানে্ত ৩৪ রানে অপরাজিত ছিলেন শোয়েব মালিক, ৪৯তম ওভারের প্রথম বলে জয়সূচক বাউন্ডারি হঁাকান তিনি। তবে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের শুরুটা হয়েছিল ভারতের অনুকূলে। টি-টোয়েন্টির মতো অভিষেক আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচেও উড়ন্ত সূচনা করলেন ডানহাতি পেসার ভুবনেশ্বর। ইনিংসের প্রথম বলেই ওপেনার মোহাম্মদ হাফিজকে বোল্ড করেন তিনি। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আজহারকেও মিডউইকেটে রোহিত শর্মার ক্যাচ বানান উত্তর প্রদেশের পেসার। ৩৮ বলে রান করেন আজহার। ৭ ওভার বোলিং করে মেডেনসহ ১১ রান দিয়ে উইকেট দখল করেছেন ভুবনেশ্বর। তার দুর্দান্ত বোলিংয়েই পাকিস্তানি ব্যাটসম্যানের রানের গতিও অনেক ধীরে এগোতে শুরু করে। তবে জামশেদকে নিয়ে ইউনিসের অপরাজিত ১০৫ রানের জুটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছে সফরকারীরা। নিজের ৫৩তম বলে একটি ছক্কা হঁাকিয়ে ৪৮তম ওয়ানডে হাফ সেঞ্চুরি করেন ইউনিস। তৃতীয় উইকেট জুটিতে তারা দলে ১১২ রান যোগ করে ম্যাচকে নিয়ন্ত্রণে আনেন। তবে ইউনিস (৫৮) অশোক দিন্দার বলে রবিচন্দ্রন অশ্বিনের তালুবন্দি হলে জুটি ভাঙ্গে। ব্যক্তিগত ১৬ রানে ইশান্ত শর্মার শিকার হন পাকিস্তান অধিনায়ক মিসবাহ।
এর আগে টসে জিতে পাকিস্তান ফিল্ডিংয়ের সদ্ধিান্ত নেয়। মিসবাহ উল হকের সদ্ধিান্তকে যথোপযুক্ত বানিয়ে দেন পেসার জুনাইদ খান। পাকিস্তানি পেসারের বোলিং তোপে ধসে যায় ভারতীয় ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির অধিনায়কোচিত ইনিংসে ভারতের সংগ্রহ দঁাড়ায় উইকেটে ২২৭ রান।
বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা। মিসবাহ উল হক সেই সুযোগ লাগালেন পেসারদের নিয়ে। দলীয় ১৭ রানে বীরেন্দর শেবাগকে () বোল্ড করেন জুনাইদ। এরপর মোহাম্মদ ইরফান সাজঘরে ফেরান গেৌতম গম্ভীরকে () দলীয় ষষ্ঠ ওভারের চতুর্থ শেষ বলে বিরাট কোহলি যুবরাজ সিংকেও মাঠছাড়া করেন জুনাইদ। দলে ২৯ রান তুলতে জুনাইদের শিকার পঞ্চম উইকেটে থাকা রোহিত শর্মা। ২৯ রানে উইকেট হারানোর পর বিধ্বস্ত দলকে টেনে তোলেন ধোনি সুরেশ রায়না। জুটিতে ৭৩ রান সংগ্রহ করেন তারা। তবে রায়নাকে ব্যক্তিগত ৪৩ রানে সাজঘরে ফেরান মোহাম্মদ হাফিজ। এরপর রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে অনবদ্য এক সেঞ্চুরিতে ১২৫ রানের জুটি গড়ে দলকে সম্মানজন স্কোর এনে দেন ধোনি। ১২৫ বলে চার ছয়ে সর্বোচ্চ ১১৩ রানে অপরাজিত ছিলেন তিনি। অপরপ্রানে্ত ৩১ রানে অপরাজিত অশ্বিন।

Year-19 # Issue-45 # 23 December 2012


দ্রুত মানসম্মত বিচার সাধারণ মানুষের অধিকার: প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
 স্বল্প ব্যয়ে দ্রুত মানসম্মত বিচার সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেন। তিনি বলেন, নানা জটিলতার কারণে মামলা-মোকাদ্দমার সংখ্যা না বাড়িয়ে দ্রুত সময়ে নিষ্পত্তি করলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়বে। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স (মোতাহার হোসেন) ভবনের মাঠে বাংলাদেশ আইন সমিতির ২৭তম বার্ষিক সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
প্রধান বিচরপতি বলেন, ১৯৭১ এর সংগ্রামের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই সংগ্রাম ছিল আইনের শাসন, সুবিচার রক্ষা, দেশের সার্বভেৌমত্ব রক্ষার সংগ্রাম। আইনের শাসন প্রতিষ্ঠায় মহান ব্যক্তিবর্গ এবং বুদ্ধিজীবীদের অবদান অপরিহার্য। তিনি আরো বলেন, বাংলদেশের সংবিধানে একাধিকবার ৯৪ এর ধারা ১৬ বিচারপতিদের স্বাধীনতা দেয়া হয়েছে। এই স্বাধীনতা অর্থ হলো কোনরূপ ব্যক্তি চাপে বিচার সম্পাদন না করে নিজের বুদ্ধি বিবেচনায় বিচার কাজ সম্পন্ন করা। সংগঠনের সভাপতি মো. আবদুন নুর দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . আরেফিন সিদ্দিক, সুপ্রীম কোর্টের বিচারপতি মির্জা হোসাইন হায়দার, বাংলাদেশ আইন সমিতির আহবায়ক রফিকুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদসহ সংগঠনের প্রাক্তন বর্তমান সদস্যবৃন্দ। উপাচার্য বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী বক্তৃতায় বলেন, ৩০ লাখ মানুষ যে বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্নে নিজের জীবন বিসর্জন দিয়েছিল সেই লক্ষেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে বৈষম্যহীন সমাজ গঠনের আশা ব্যক্ত করেন।

Year-19 # Issue-44 # 16 December 2012


Year-19 # Issue-43 # 9 December 2012