Year-19 # Issue-45 # 23 December 2012


দ্রুত মানসম্মত বিচার সাধারণ মানুষের অধিকার: প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
 স্বল্প ব্যয়ে দ্রুত মানসম্মত বিচার সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেন। তিনি বলেন, নানা জটিলতার কারণে মামলা-মোকাদ্দমার সংখ্যা না বাড়িয়ে দ্রুত সময়ে নিষ্পত্তি করলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়বে। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স (মোতাহার হোসেন) ভবনের মাঠে বাংলাদেশ আইন সমিতির ২৭তম বার্ষিক সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
প্রধান বিচরপতি বলেন, ১৯৭১ এর সংগ্রামের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই সংগ্রাম ছিল আইনের শাসন, সুবিচার রক্ষা, দেশের সার্বভেৌমত্ব রক্ষার সংগ্রাম। আইনের শাসন প্রতিষ্ঠায় মহান ব্যক্তিবর্গ এবং বুদ্ধিজীবীদের অবদান অপরিহার্য। তিনি আরো বলেন, বাংলদেশের সংবিধানে একাধিকবার ৯৪ এর ধারা ১৬ বিচারপতিদের স্বাধীনতা দেয়া হয়েছে। এই স্বাধীনতা অর্থ হলো কোনরূপ ব্যক্তি চাপে বিচার সম্পাদন না করে নিজের বুদ্ধি বিবেচনায় বিচার কাজ সম্পন্ন করা। সংগঠনের সভাপতি মো. আবদুন নুর দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . আরেফিন সিদ্দিক, সুপ্রীম কোর্টের বিচারপতি মির্জা হোসাইন হায়দার, বাংলাদেশ আইন সমিতির আহবায়ক রফিকুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদসহ সংগঠনের প্রাক্তন বর্তমান সদস্যবৃন্দ। উপাচার্য বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী বক্তৃতায় বলেন, ৩০ লাখ মানুষ যে বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্নে নিজের জীবন বিসর্জন দিয়েছিল সেই লক্ষেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে বৈষম্যহীন সমাজ গঠনের আশা ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন